ওসমানীনগরে দশ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৪:১৫:০২ অপরাহ্ন

পরিবারের দাবি হত্যা
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:
ওসমানীনগরে ফাইজা বেগম (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ফাইজা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণগ্রামের তুরণ মিয়ার মেয়ে। ফাইজার মা-বাবার দাবি তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, সোমবার বিকেলে মা লায়লা বেগম মেয়ে ফাইজাকে ঘরে একা রেখে ছোট ছেলেকে নিয়ে বাজারে যান। সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে ফিরে বসত ঘরের চালার সাথে মেয়ের অচেতন দেহ ঝুলন্ত দেখতে পান। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তাৎক্ষনিক ফাইজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
শিশুর মা লায়লা বেগম বলেন, বাজার থেকে ফিরে বসতঘর থেকে আমার ভাসুর নূর মিয়া, তার স্ত্রী রায়না বেগম ও তাদের তিন ছেলে বের হয়ে যেতে দেখি। দ্রুত আমি ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে অন্যদের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশুর পিতা তুরণ মিয়া বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।