কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ড্রেনের দেয়াল ভেঙ্গে পড়লো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ১:০১:৫০ অপরাহ্ন

কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের এক পাশের দেয়াল। গতকাল মঙ্গলবার ভোরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা ড্রেনটির দেয়াল ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ২ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এ প্রকল্প বাস্তবায়ন করছেন।
স্থানীয়রা জানান, প্রথম থেকেই ড্রেন নির্মাণের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে অবগত করলে সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন করেন। অনিয়মের কারণে দুইদিন কাজ বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। কিন্তু, পরবর্তীতে কাজের গুণগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু, কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ করে ড্রেনের দেয়াল ধসে পড়ে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ জানান, শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরজমিনে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুণগতমানের নিশ্চয়তা প্রদান করলে কাজ আবার শুরু হয়।
এ বিষয়ে কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।