করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন নাইজেরিয়ার বিজ্ঞানীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২০, ১২:১৫:০৮ অপরাহ্ন

নিজেদের আবিষ্কার সম্পর্কে নাইজেরিয়ার কোভিড-১৯ রিসার্চ গ্রুপের প্রধান ড. ওলাদিপো কোলাওল গত শুক্রবার সাংবাদিকদের অবহিত করেন। নাইজেরিয়ার আদেলেক বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বৈশ্বিক এ মহামারির একটি সমাধান হাজির করার বিষয়ে আমরা নিবেদিত। আমাদের ভ্যাকসিনটি এখন বাস্তব। বেশ কয়েকবার আমরা এটি পরীক্ষা করে দেখেছি। এটি আফ্রিকানদের লক্ষ্য করে তৈরি করা হলেও, অন্য জাতিগুলোর ক্ষেত্রেও এটি কাজ করবে।’
ওলাদিপো কোলাওল বলেন, ‘ওষুধের চেয়ে এখন একটি ভ্যাকসিন বেশি প্রয়োজন। আর এ জন্যই আমরা একটি ভ্যাকসিন তৈরিতেই বিশেষ মনোযোগ দিয়েছিলাম।’
গবেষক দলের প্রধান কোলাওল জানান, ভ্যাকসিন তৈরির জন্য সবচেয়ে ভালো নমুনাটি পেতে পুরো আফ্রিকা থেকে ভাইরাসটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ভ্যাকসিনটির কোনো নাম এখনো দেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, জনপরিসরে ব্যাপকভাবে এর ব্যবহার শুরুর জন্য এখনো অন্তত ১৮ মাস সময় লাগবে। আরও বিস্তৃত গবেষণা করে বিভিন্ন পর্যায়ের কাছ থেকে অনুমোদন পেতে এ সময় লেগে যাবে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মিসরে। দেশটিতে এখন পর্যন্ত দু হাজারের বেশি মানুষ মারা গেছে। এরপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা, যেখানে মারা গেছে ১ হাজার ৮০০-এর বেশি মানুষ। তবে আক্রান্তের দিক থেকে মিসরকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এ দুই দেশে আক্রান্তের নিশ্চিত সংক্রমণের সংখ্যা বর্তমানে যথাক্রমে ৮৭ হাজার ও ৫২ হাজারের বেশি।