একাদশ শ্রেণির ক্লাস শুরু
কলেজে কলেজে নবীনদের বরণে বর্ণাঢ্য আয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৯:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। গতকাল বুধবার সিলেটের বিভিন্ন কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবীনবরণ এর মধ্যে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এসময় পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের অন্যতম একটি ঘটনা। ইন্টারমিডিয়েট হচ্ছে শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন কেমন হবে, তার রূপরেখা তৈরি হয় কলেজেই। এসময়ে শিক্ষার্থীদের শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এমসি কলেজ : আমাদের এমসি কলেজ সংবাদদাতা জানান, সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির এর সভাপতিত্বে ও কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বিলাল উদ্দিন। এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান আলমগীর প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকমন্ডলী, নবীন ও পুরাতন শিক্ষার্থী, অভিভাবক, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ। আহমেদ ওয়াসিফ অনুর কোরআন তিলাওয়াত ও অর্পিতা রায় চৌধুরীর গীতাপাঠের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়।
সিলেট সেন্ট্রাল কলেজ : সিলেট সেন্ট্রাল কলেজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। রুমি আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সাইদুর রহমান রিপন, প্রভাষক নাদিমা আক্তার চৌধুরী, বাবুল আক্তার ও সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ : নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান এমএ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, কলেজ ছাত্রী আমিনা আফরোজ আঁখি, ফাহিমা আক্তার রাহিমা এবং নবাগত ছাত্রী ফারিয়া সুলতানা নাসিতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, গোলাম আম্বিয়া চৌধুরী প্রমুখ।
স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাস : স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হক। কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক রাজন সরকার। শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মীর হোসাইন সরকার এবং জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ। এরপর বিভাগীয় প্রধানগণ নবীনদের সামনে সকল শিক্ষকের পরিচয় প্রদান করেন। পরবর্তীতে শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণিকক্ষে নিয়ে যান এবং তাদের সাথে কুশল বিনিময় ও পরিচয়পর্ব সেরে একাডেমিক ক্যালেন্ডার প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্কলার্সহোম গার্লস কলেজ, পাঠানটুলা : স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে । নবীন শিক্ষার্থী ও তাদের বিপুল সংখ্যক অভিভাবক আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানে যোগদান করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক গীতশ্রী পুরকায়স্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক চাঁদনী পুরকায়স্থ, একাদশ শ্রেণির ছাত্রী ইবতিদা নওশীণ, খাদিজা, উম্মে জাহান, অভিভাবক সেলিম আহমেদ, আবুল কাশেম। স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ^াস অনুষ্ঠানে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। কলেজের অধ্যক্ষ মো: আবদুল আজিজ শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন ও কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়মনীতি ও গৃহীত কর্মসূচির রূপরেখা বর্ণনা করেন। তিনি গুণগত শিক্ষাপ্রদান, ভালো ফলাফল অর্জনসহ শিক্ষার্থীদের আত্মিক ও মানসবিকাশে একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠে ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সক্রিয়ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথি স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডঃ কবীর এইচ চৌধুরী দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তৈয়ব আলী ডিগ্রি কলেজ : জৈন্তাপুর প্রতিনিধি জানান, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (২০২২-২৩) সেশনের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার কলেজের আইসিটি ভবনের হলরুমে জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থীরা।
তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।
পবিত্র কোরআন হতে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে। কলেজের শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে একাধিক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে।
কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল ও ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের যৌথ সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, আইয়ুব আলী, শাহানা বেগম, তপন কুমার নাথ,নন্দন দত্ত, খসরু নোমান, মাসুক আহমদ, সুনির্মল দত্ত কানুনগো, গুরুদাস রায়, দুলাল হোসেন, শফিকুল ইসলাম, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, আফরিন সুলতানা সোমা, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ প্রমুখ।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকার নারীশিক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল বুধবার সকালে দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভর্তি কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, ক্রীড়া কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ঃ দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. তোয়াজিদুল হক তুহিন। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহাকারী শিক্ষক কাজী আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মতিন রহমান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শামছুল খান বাদশা, ফয়েজ উদ্দিন, কবির আহমদ সুহেল। বক্তব্য রাখেন গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, অভিভাবক সদস্য আব্দুল হক, ধন মিয়া, ফজর আলী।
রাজিয়া সোবহান মহিলা কলেজ : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরের নব প্রতিষ্ঠিত রাজিয়া সোবহান মহিলা কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম উদ্বোধন ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজের সম্মেলনকক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে হলিয়ারপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও রাজিয়া সোবহান মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি ড. মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও রাজিয়া সোবহান মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কবীর উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আখতার হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আকমল হোসেন খান, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমির সুপার ভাইজার অরূপ কুমার রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাজিদুর রহমান, আব্দুল হান্নান, তাজিবুর রহমান, আব্দুল মনাফ, আছকির আলী, নেছাওর আহমেদ, ফুজায়েল আহমেদ প্রমুখ।