কানাইঘাটে যুবককে কুপিয়ে আহত : গ্রেফতার-১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৮:৩৫:২৪ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুম মিয়া নামে এক যুবককে আহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজাগঞ্জ বাজারের অদূরে সুরমা উচ্চ বিদ্যালয়ের পাশে স্থানীয় তালবাড়ী লক্ষ্মীপুর ধাওয়াদারী গ্রামের মৃত পাখি মিয়ার পুত্র মাসুম মিয়া (৩০)কে ৪/৫জন মিলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আত্মীয়-স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে কানাইঘাট থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতভর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একই ইউনিয়নের পারকুল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ফয়জুল হাসান (৩২) কে গ্রেফতার করেন।