কুলাউড়ায় চোরাই গরু ও ইয়াবাসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৫৬:০২ অপরাহ্ন

কুলাউড়া অফিস : মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪টি চোরাই গরু উদ্ধার ও ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার টিলাগাঁও এবং কর্মধা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন গরু চোর ছয়ফুল মিয়া (৫০) ও মাদক কারবারী ইয়াসিন মিয়া (৪০)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাই গরুগুলোর প্রকৃত মালিক এখনও পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামের ছয়ফুল মিয়ার বাড়িতে ৪টি চোরাই গরু রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানকালে থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ ছয়ফুল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক এক আসামির যোগসাজশে গরুগুলো চুরি করে এনেছেন বলে স্বীকার করে। পরে গরুগুলো জব্দ করে পুলিশ।
ওইদিন রাতে টিলাগাঁও ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কুলাউড়া থানার এসআই সালাউদ্দীন মিফতা। অভিযানকালে লংলা এলাকা থেকে ইয়াসিন মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।