কুলাউড়ায় ঘর পাচ্ছেন আরও ৬০ গৃহহীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২২, ৮:৩৮:০৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
মৌলভীবাজারের কুলাউড়ার তৃতীয় ধাপে আরও ৬০ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
গৃহ নির্মাণ উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা মাওলানা আব্দুর রহমান।
জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুলাউড়া উপজেলায় ৬০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এসব গৃহ নির্মাণের জন্য উপজেলার ভাটেরা ও হাজীপুরসহ বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস ভূমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
হাজীপুরের বিলেরপারের গুচ্ছগ্রামে ১২ টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বুধবার। এ ছাড়াও ভাটেরার ইসলামনগের ৩০টি ঘর ও খাস ভূমি উদ্ধারের পর নির্দিষ্ট স্থানে বাকি ১৮টি ঘর নির্মাণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প-২ এর আওতায় এর আগে দুই ধাপে ২১০টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৩য় ধাপে আরও ৬০ পরিবারকে ঘর দেওয়া হবে।