কুলাউড়া হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা সামগ্রী প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ২:৫৮:৫৩ অপরাহ্ন

কুলাউড়া অফিস : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপনস্থ বড়দল গ্রামের আহমদ ভিলার পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যার করোনা আইসোলেশন ইউনিটের রোগীদের চিকিৎসা সেবা দিতে ১৫টি অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হেসেন। পরিবারের পক্ষ থেকে দাতা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেনের সভাপতিত্বে এবং মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, অধ্যক্ষ আবুল মনসুর, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রসিদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী প্রমুখ। সভায় মরহুম আলহাজ আব্দুল মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।