logo
১৭ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
  • হোম
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • সিলেট বিভাগ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • ডাক বিনোদন
  • প্রবাস
  • ধর্ম
    • ইসলাম
    • অন্যান্য
  • উপসম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • শিক্ষা
    • সাহিত্য
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • শিশু মেলা
    • ইতিহাস- ঐতিহ্য
    • সাজসজ্জা
    • লাইফস্টাইল
    • মহিলা সমাজ
    • পাঁচ মিশালী
    • আমাদের পরিবার
  • ই-পেপার
  • হোম
  • আজকের পত্রিকা
  • ই-পেপার
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • উপসম্পাদকীয়
  • ফিচার
  • অন্যান্য দেশ
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
  • অর্থনীতি
  • করোনা
  • ক্রীড়া
  • অন্যান্য খেলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • স্থানীয় ক্রিকেট
  • ডাক বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • ইসলাম
  • পাঁচ মিশালী
  • প্রবাস
  • বিজ্ঞপ্তি
  • মহিলা সমাজ
  • মাল্টিমিডিয়া
  • মুক্তিযুদ্ধ
  • লাইফস্টাইল
  • ইতিহাস- ঐতিহ্য
  • শিশু মেলা
  • সাজসজ্জা
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • শিল্প
  • স্বাস্থ্য
  • বিশেষ সংখ্যা
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
শিরোনাম
  • সুরমা উপচে পানি প্রবেশ করছে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়
  • নিখোঁজ দুই যাত্রীর একজনের লাশ ভেসে উঠেছে
  • শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
  • ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশে প্রভাব পড়বে না
  • বন্যা ॥ গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ
  1. হোম
  2. পাঁচ মিশালী

কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২


সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৭:২৮:৪২ অপরাহ্ন
কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২

আবদুল কাদির জীবন
বাংলাদেশের প্রাচীন সাহিত্যের বিদ্যাপীঠ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) কর্তৃক “কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার” প্রতি ১০০টি সাহিত্য আসর শেষে এই পুরস্কারের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারো কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ঘোষণা করে ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২’ এর লেখা আহবান। এই পুরস্কারটি পাঁচটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত যেমন-ছড়া-১০টি, কবিতা-১০টি, গল্প-৫টি, প্রবন্ধ-৫টি ও গান-১০টি। কেমুসাস ৩টি পৎরঃবৎরধ তে পুরস্কার দিয়ে থাকে।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃপক্ষ ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার’র জন্য সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে একদল দক্ষ ও ভালো মানের লেখক প্যানেল নির্বাচন করেন। সেই প্যানেল পাঁচ বিভাগের (প্রবন্ধ, ছড়া, কবিতা, গল্প ও গান) লেখাগুলো সুনিপুণভাবে দেখে মার্ক দিয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, যারা লেখা জমা দেন তাদের নাম বা ঠিকানা বিচারক প্যানেলের কাছে যায় না। শুধু লেখা দেখে বিচারকরা মারকিং করে থাকেন। যার কারণে বলতে পারি কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে কোন অনিয়ম হয় না। কেমুসাস ২০২২ সালের পূর্বে পুরস্কারপ্রাপ্তদের নাম আগে ঘোষণা করা হতো। কিন্তু এইবার প্রথম পুরস্কার ঘোষণা করার আগ মুহূর্ত পর্যন্ত কেউ জানেন না যে, কারা কারা পুরস্কার পাচ্ছেন। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরস্কার দেয়া হয়েছে।

প্রতি বছর ন্যায় এবারো ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার’ সফল করার লক্ষে নবীন প্রবীণ সাহিত্য সংস্কৃতি কর্মীদের নিয়ে আলোচনাসভার আয়োজন করে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) শহিদ সোলেমান হলে ১১০০তম সাহিত্য আসর উদযাপন ও “কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২” প্রদান অনুষ্ঠান সফলের লক্ষ্যে রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স রুমে সিলেটের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে এবং সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শামসীর হারুনুর রশীদ। অনেক সুন্দর একটি অনুষ্ঠান ছিল।
নাট্যকার, স্থপতি শাকুর মজিদকে প্রধান অতিথি হিসেবে বরণ, তরুণ লেখকদের উৎসাহিত করা ও আয়োজন সফল করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তাব দিয়ে সভাকে প্রাণবন্ত করে তুলেন। উপস্থিত ছিলেন কেমুসাস’র সহসভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুহী ও সহসাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সেক্রেটারি নাজমুল আনসারী, জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি মোশতাক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী, “প্রাকৃত” সম্পাদক মামুন সুলতান, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, বিশিষ্ট লেখক সৈয়দ মুনতাজিম আলী বখতিয়ার, শাহপরান সাস্কৃতিক সংসদের সেক্রেটারি কামরুল আলম, বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমদ, লালশির এর পরিচালক ইফতেখার শামীম, প্রকাশনা সংস্থা দোআঁশ-এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান তোফায়েল, দিশারী শিল্পী গোষ্ঠীর সহপরিচালক আলিফ নূর, শাহজালাল বিশ^বিদ্যালয়ের অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর পরিচালক আবুল হোসেন, সুরমা সাংস্কৃতিক সংসদের পরিচালক জুবায়ের মুরসালিন, ডিভাইন একাডেমির পরিচালক মাজেদ মাহফুজ, ভ্রাম্যমাণ লাইব্রেরি “বইয়ের পাতা”র প্রতিনিধি সাঈদ আহমদ ও মো. আবু বকর সিদ্দিক, দক্ষিণ সুরমা সাহিত্য আসরের প্রতিনিধি এম এ ওয়াদুদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদ, এম সি কলেজের সাংস্কৃতিক কর্মী মো. আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় আগত সকলেই তরুণ লেখকদের পুরস্কার প্রদানের এ ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন এবং সাহিত্য আসরগুলোতে তরুণদের লেখা পাঠে উৎসাহিত করার লক্ষ্যে কেমুসাসের এধরনের উদ্যোগ ব্যতিক্রমী বলে অভিহিত করেন। পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন।
দিনটি ছিল বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২)। “কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার-২০২২” জাঁকজমক পূর্ণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই কেমুসাসে ব্যাপক সাহিত্যপ্রেমীদের সমাগম দেখা যায়। বিকেল ৪টায় কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী পতাকা উত্তোলন, শান্তির দূত পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কেমুসাস প্রাঙ্গন থেকে একটি সুবিশাল র‌্যালি নগরীর চৌহাট্টা প্রদক্ষিণ করে কেমুসাসে এসে আবার সবাই সমবেত হন।
সিলেটের কবি, লেখক, গায়ক, সাহিত্য সংস্কৃতি কর্মীরা অনেক উৎসাহ ও আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন কখন মূল অনুষ্ঠানটি শুরু হবে। ঠিক সন্ধ্যে ৬টায় কেমুসাসের শহীদ সুলেমান হলে অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে ও কেমুসাসের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সভাপতি রাগিব হোসেন চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, অধ্যাপক নন্দলাল শর্মা, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি নাজমুল আনসারী, কবি সৈয়দ মবনু, আব্দুস সাদেক লিপন এডভোকেট, আব্দুল মুকিত অপি এডভোকেট। জীবন সদস্য এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। বিচারক প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আনোয়ার হোসেন মিছবাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভ্রমণ সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও নাট্যকার শাকুর মজিদের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন মিনহাজ ফয়সল এবং শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল বাছিত।
পুরস্কারের জন্য ৫টি বিভাগ থাকলেও এর সাথে মিল না থাকায় গানে কাউকে পুরস্কৃত করা হয়নি। চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। যে চারজন উদীয়মান তরুণ লেখক কে ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে সেই তরুণরা হলেন-প্রবন্ধে আবদুল কাদির জীবন, ছড়ায় মুয়াজ বিন এনাম, গল্পে মিদহাদ আহমদ এবং কবিতায় ছালিক আমীনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট চেক দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাট্যকার স্থপতি শাকুর মজিদ বলেছেন, ‘বাংলা সাহিত্যের ইতিহাস প্রায় ২০০ বছরের। এর মধ্যে একটানা ১১০০ সাহিত্য আসর ইতিহাসের আর কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে জ্ঞান লাভ করেছেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমদ এবং মুহম্মদ জাফর ইকবালসহ অনেক লেখক। আমাদের তরুণ লেখকদের কাছে প্রয়োজন নতুন একটি গদ্যভাষা। যা এই প্রজন্মের তরুণরা তৈরি করবে।’
শাকুর মজিদ বলেন, ‘লেখকরা পুরস্কার পাওয়ার জন্য লিখেননা। পুরস্কার কাউকে বড় করে না। সুতরাং তোমাদের চেষ্টা থাকবে পুরস্কার যেন তোমাদের কাছে চলে আসে, পুরস্কারের কাছে তোমাদের যেতে না হয়। পাঠকের ভালোবাসার চেয়ে লেখকের জন্য আর বড়ো কোনো পুরস্কার নেই।’
স্বাগত বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট গবেষক আবদুল হামিদ মানিক বলেন, ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ লেখকদের উৎসাহ-উদ্দীপনা দেয়ার জন্য দীর্ঘদিন থেকে পুরস্কার দিয়ে আসছে। পুরস্কৃতদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। নতুবা মনের কার্পণ্য থেকে যাবে।’

শেয়ার করুন




পাঁচ মিশালী এর আরও খবর
কালবৈশাখীর ঝড় ও বজ্রপাতের প্রতিকার

কালবৈশাখীর ঝড় ও বজ্রপাতের প্রতিকার

বঙ্গবন্ধু : এক পাকিস্তানি সাংবাদিকের দৃষ্টিতে

বঙ্গবন্ধু : এক পাকিস্তানি সাংবাদিকের দৃষ্টিতে

ম্যাকগিল ইউনিভার্সিটিতে সমাবর্তন

ম্যাকগিল ইউনিভার্সিটিতে সমাবর্তন

সর্বশেষ সংবাদ
সাফল্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ
সাফল্য ও সমৃদ্ধির পথে বাংলাদেশ
<span style='color:#000;font-size:18px;'>তোমরা যদি প্রকৃত মোমেন হও, তবে আল্লাহর ওপর ভরসা রাখো। -আল হাদিস</span><br/> বিশ্ব টেলিযোগাযোগ দিবস
তোমরা যদি প্রকৃত মোমেন হও, তবে আল্লাহর ওপর ভরসা রাখো। -আল হাদিস
বিশ্ব টেলিযোগাযোগ দিবস
বদলে যাওয়া সমাজের আয়নায় আমাদের উন্নয়ন
বদলে যাওয়া সমাজের আয়নায় আমাদের উন্নয়ন
কেমন হবে ২০৪১ সালের ‘স্মার্ট বাংলাদেশ’
কেমন হবে ২০৪১ সালের ‘স্মার্ট বাংলাদেশ’
মায়াবী চোখ
মায়াবী চোখ
স্টেশনে রোদেলা
স্টেশনে রোদেলা
বন্ধুত্ব
বন্ধুত্ব
সুরমা উপচে পানি প্রবেশ করছে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়
সুরমা উপচে পানি প্রবেশ করছে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়
<span style='color:#000;font-size:18px;'>বিয়ানীবাজার পৌর নির্বাচন ॥ আজ মনোনয়নপত্র জমার শেষ দিন</span><br/> আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
বিয়ানীবাজার পৌর নির্বাচন ॥ আজ মনোনয়নপত্র জমার শেষ দিন
আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
<span style='color:#000;font-size:18px;'>জাতির উদ্দেশে ভাষণে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী</span><br/> পেট্রল ফুরিয়ে গেছে, সামনে আরও ভয়াবহ দিনের শঙ্কা
জাতির উদ্দেশে ভাষণে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী
পেট্রল ফুরিয়ে গেছে, সামনে আরও ভয়াবহ দিনের শঙ্কা
৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ
৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ
পি কে হালদার আওয়ামী লীগের কেউ না : ওবায়দুল কাদের
পি কে হালদার আওয়ামী লীগের কেউ না : ওবায়দুল কাদের
‘সাংসদ’ শব্দের ব্যবহার বন্ধে প্রথম আলোর বিরুদ্ধে রিট
‘সাংসদ’ শব্দের ব্যবহার বন্ধে প্রথম আলোর বিরুদ্ধে রিট
অবৈধ সম্পদ: এস কে সিনহার ভাই-ভাতিজার সাক্ষ্যগ্রহণ
অবৈধ সম্পদ: এস কে সিনহার ভাই-ভাতিজার সাক্ষ্যগ্রহণ
শোডাউন করে মনোনয়নপত্র জমা নয় : ইসি
শোডাউন করে মনোনয়নপত্র জমা নয় : ইসি




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০

সম্পাদকমন্ডলীর সভাপতি : রাগীব আলী
সম্পাদক : আব্দুল হাই

কার্যালয় : মধুবন সুপার মার্কেট (৫ম তলা), বন্দরবাজার, সিলেট-৩১০০ ।
ফোন : পিএবিএক্স +৮৮ ০২৯৯৬৬৩১২৩৪, বিজ্ঞাপন: +৮৮ ০২৯৯৬৬৩৮২২৭
ই-মেইল: sylheterdak@yahoo.com
বিজ্ঞাপন : sylheterdakadv@gmail.com

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top