কোভিড-১৯ টিকার ২য় ডোজ টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর নিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২১, ৩:০৫:১২ অপরাহ্ন

ডাক ডেস্ক : সকল পর্যায়ের টিকা গ্রহণকারীকে কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিতে হবে টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর। সিলেটে কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। শুরুর দিকে টিকা গ্রহণকারীদের ১ মাস পর ২য় ডোজ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হলেও পরবর্তি সরকারি নির্দেশনায় টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর ২য় ডোজ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
টিকা গ্রহণকারী যাদের ১ মাস পর টিকার ২য় ডোজ নিতে নির্দেশনা দেয়া হয়েছিল, তাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহণের দিন থেকে ২ মাস পর ২য় ডোজ টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্সে টিকাদান কর্মসূচির প্রথম দিকে যাদের রেজিষ্ট্রেশন ফরমে টিকার ২য় ডোজ ১ মাস পর নিতে বলা হয়েছে, তাদেরকে পরিবর্তিত সরকারি নির্দেশনা মোতাবেক টিকা গ্রহণের দিন থেকে ২ মাসের দিন নির্ধারিত কেন্দ্রে গিয়ে ২য় ডোজ টিকা নেয়ার আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি কেন্দ্রে টিকাদান শুরু হয়ে এখনো টিকা প্রদান চলছে। এছাড়া, নগরীর পুলিশ লাইন্স কেন্দ্রেও টিকাদান কর্মসূচি চলমান।