কোম্পানীগঞ্জে নিখোঁজ শিশু শ্রমিকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২১, ৪:২২:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে মো. বিল্লাল (১৪) নামের নিখোঁজ এক শিশু শ্রমিকের লাশ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৬টার দিকে কালাইরাগ পাথর কোয়ারির একটি ডোবায় তার লাশ ভেসে ওঠে।
নিহত শিশু কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
গত শুক্রবার বিকেল ৩টার দিকে সে নিখোঁজ হয়। রাতে ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল রোববার সকাল ৬টার দিকে পানিতে ভেসে ওঠলে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত বিল্লাল পাথর
শ্রমিকের কাজ করত। তার পিতা একজন লাকড়ি বিক্রেতা। গত শুক্রবার বিল্লাল ঘটনাস্থলে সাঁতার কাটছিল। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ডোবাতেই মিলল তার লাশ।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরক সিনহা জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় শিশু বিল্লালের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।