কোয়ারান্টাইনের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করল কাতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২, ৪:৩৩:৪২ অপরাহ্ন

ডাক ডেস্ক : করোনাভাইরাস বিশ্বব্যাপি সংক্রমণের সময় কাতারে শুরু হওয়া কোয়ারান্টাইনের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে কাতার সরকার। এ ছাড়া বাতিল করা হয়েছে কোয়ারান্টাইনের নিয়ম।
পৃথিবী জুড়ে মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবের শুরুর দিকে অন্য দেশ থেকে কাতারে প্রবেশে চালু করা হয়েছিল কোয়ারান্টাইন তথা নির্দিষ্ট হোটেল বা সরকারি মোটেলে কিছুদিন থাকার ব্যবস্থা। আগামীকাল রোববার থেকে সেই কোয়ারান্টাইন নিয়ম বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার।
কাতারে কোয়ারান্টাইন চলাকালীন সময়ে বাংলাদেশসহ অন্যান্য কয়েকটি দেশের জন্য যে ভিন্ন নিয়ম প্রযোজ্য ছিলো, তাও এখন থেকে বাতিল ঘোষণা করা হয়েছে।
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের নাগরিক বা আইডি থাকা অভিবাসীরা যে কোন সময় দেশ থেকে কাতারে আসার পর ২৪ ঘন্টার মধ্যে রেপিড এন্টিজেন টেস্ট করাতে হবে। এর মধ্যে কারো পজেটিভ রিপোর্ট আসলে কোয়ারান্টাইনে থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাতারে আগের মতোই এহতেরাজ নিয়ম বাধ্যতামূলক থাকবে।
এদিকে, কাতারের করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় মাস্ক পরা নিয়ে আংশিক শিথিল করলো মন্ত্রীপরিষদ।