গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৯:০০:৩৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ট্যাংকির পানি খেয়ে একই পরিবারের ৬জন গুরুতর অসুস্থ হয়েছেন। অসুস্থদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দত্তরাইল গ্রামের প্রবাসী মুজিবুর রহমানের ঘরে মঙ্গলবার রাতে পানির ট্যাংকিতে কে বা কারা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে। রাতে পানি খেয়ে পরিবারের সকলেই অচেতন হয়ে পড়েন। গতকাল বুধবার দুপুরে ঘুম ভাঙলে শরীরে অসুস্থতা অনুভব করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আত্মীয়-স্বজন। অসুস্থরা হলেন মৃত তমজিদ আলীর স্ত্রী শিরীন বেগম (৭৫), কন্যা জেলি বেগম (৩০), সাদিয়া শারমিন কলি (২৫), পুত্রবধূ জোৎস্না আক্তার (৩৫), শিশু ওমামা (৭), ভাগ্নে গালিব আহমদ(১৮)।
গোলাপগঞ্জ মডেল থানাপুলিশসহ ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ইউ/পি সদস্য হোসেন আহমদ, সেলিম আহমদ, রেজাউল করিম রাজু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোলাপগঞ্জ মডেল থানার এএস আই কমল রায় জানান, বিষয়টি খতিয়ে দেখে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।