চিকিৎসক থেকে দৌড়বিদে পরিণত হয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ডা. সাবিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪৩:৫২ অপরাহ্ন

ডাক ডেস্ক :
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ডা. সাবিন মাহারজান একের পর এক দৌড়বিদের খেতাব অর্জন করে চলেছেন। পেশায় চিকিৎসক মাহারজানের এ সাফল্যে উৎফুল্ল কলেজ সংশ্লিষ্টরা।
জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. সাবিন মাহারজান সম্প্রতি সমশেরনগর আল্টা ট্রেইল ম্যারাথনে ২০২১-এ অংশ নিয়ে পুরুষ ১০ কি: মি: ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের মুকুট তুলে নেন নিজের মাথায়। বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত আল্টা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়েছিল ১৭ দেশের ৭ শতাধিক রানার। এ ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, জার্মানীসহ আরো বিভিন্ন দেশের খ্যাতনামা রানার অংশগ্রহণ করেন। গত ২৯ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশন এর সদস্য শমসেরনগর রানার্স কমিউনিটি (এসএনআরসি)-র আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
মোট ৩টি ধাপে যথাক্রমে ১০ কি: মি: ২১.১ কি: মি: এবং ৫০ কি: মি: দূরত্বের প্রথম আন্দ্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমসেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হয় ৫০ কি: মি: দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হয় ২১.১ কি: মি: দূরত্বের রানিং। সব শেষে ভোর সাড়ে ৬টায় শুরু হয় ১০ কি: মি: দূরত্বের রানিং।
উল্লেখ্য, ডা: সাবিন মাহারজান সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র ও বর্তমানে ইন্টার্ণ চিকিৎসক এবং তিনি ডক্টরস রানিং ক্লাবের একজন সদস্য। ডক্টরস রানিং ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন এবং সভাপতি হিসেবে আছেন একই প্রতিষ্ঠানের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল লতিফ। ক্লাবটি যাত্রা শুরু হয়েছে ২০১৯ সালে। যাত্রার শুরুতে তা ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন।
এছাড়া, ডা. সাবিন মাহারজান গত ২১ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত ‘র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১’ এর পুরুষ ১০ কি: মি: ক্যাটাগরিতে সারা বাংলাদেশের রানার্সদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন।