চুনারুঘাটের নতুন মেয়র রুবেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৫:৪৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন।
নির্বাচনে নৌকা প্রতীকে রুবেল ৬ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় (হাত পাখা) প্রার্থী মো. বাছির আহম্মদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরআগে রোববার দিনভর চুনারুঘাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পৌরসভার একটি কেন্দ্রে হামলার ঘটনা ঘটলেও ভোটগ্রহণ অব্যাহত ছিলো।