উল্টে গেছে পোল্ট্রি মাল বোঝাই ট্রাক
ছাতক হাইস্কুল মার্কেটের সম্মুখে রাস্তায় বড় বড় গর্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ৩:০৮:১৫ অপরাহ্ন

ছাতক থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক হাইস্কুল মার্কেটের সম্মুখে রাস্তায় বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার দুপুরে রাস্তার এ স্থানে পোল্ট্রি মালামাল বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ কারণে সড়কে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, পৌরসভার ড্রেনের মাষ্টার কাজ চলমান থাকায় হাইস্কুল মার্কেটের সম্মুখে প্রধান সড়কের কিছু অংশে বৃষ্টির পানি জমে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।
ছাতক শহরের জনৈক রিক্সাচালক জানান, গত কিছুদিন ধরে রাস্তার এ অবস্থা। দুর্ঘটনার ভয়ে তারা রাস্তার এ অংশ দিয়ে রিক্সা চালাতে চান না। মাঝে মাঝে রাস্তার এ অংশে দুর্ঘটনা ঘটে বলে জানায় ওই চালক। রাস্তার এ অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে বলে জানায় ওই সূত্র।
এদিকে, গতকাল সোমবার দুপুরে ওই গর্তে চাকা পড়ে ট্রাকটি উল্টে সড়কে পড়ে যায়। আবার ওভারলোডের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ড্রেনের কাজ চলমান থাকায় অল্প বৃষ্টিতে হাইস্কুল মার্কেটের সম্মুখের সড়ক জলমগ্ন হয়ে যানচলাচলে বিঘœ ঘটছে বেশ কয়েকদিন ধরে।
স্থানীয় সচেতন মহল ড্রেনের কাজ দ্রুত সম্পন্নের জন্যে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।