সকল আসামি পলাতক
জগন্নাথপুরের দুলা মিয়া হত্যা মামলায় ১ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ৪:২০:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি দাওরাই গ্রামের কৃষক দুলা মিয়া হত্যার ঘটনায় একজনকে আমৃত্যু ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মইনুদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মন্নাফের বাড়ি উপজেলার দাওরাই গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের ইজাজুল, কয়েস, মকসুর, নেছাওর ও নূর হোসেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খায়রুল কবির রুমেন বলেন, কৃষক দুলা মিয়া হত্যা মামলার রায় দিয়েছে আদালত। এক আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।
এজাহারে বলা হয়, ২০০১ সালে উপজেলার আশারকান্দি দাওরাই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কৃষক দুলা মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই কৃষকের চাচা ছালিক মিয়া আদালতে হত্যা মামলা করেন।