জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিমের ইন্তেকাল: জানাজা ও দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ৪:০৮:১২ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম (৬০) গত রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বেলা তিনটায় কামারখাল গ্রামের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন্ন পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, গত রোববার রাত ১২ টায় ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিম বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি এর আগেও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন মনে রাখবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আব্দুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন। চেয়ারম্যানের মৃত্যুকালে শুধুমাত্র তার ছেলে মোজাম্মেল হোসেন দেশে ছিলেন। এছাড়া, স্ত্রী ও অন্য ছেলে মেয়েরা লন্ডনে অবস্থান করছেন। গত জুলাই মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে লন্ডন চলে যান। ১৫ দিন আগে ছেলে মোজাম্মেলকে নিয়ে দেশে ফিরেন।
এদিকে, ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই, পরিষদ সদস্য কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আলী আহমদ, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন ও সাধারণ সম্পাদক বশির আহমেদ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।