জগন্নাথপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২১, ২:০০:০৮ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ যুবককে গ্রেফতার করে গতকাল বুধবার জেল হাজতে পাঠায়। আটক যুবক আনছার আলী (২৮)। সে উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামের আফরোজ আলীর পুত্র। জগন্নাথপুর থানা পুলিশ ও তরুণীর মায়ের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আনছার আলী গত ১৫ জানুয়ারি জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর গ্রামের ১৬ বছরের তরুণীকে সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে আনছার তরুণীকে বিভিন্ন জায়গায় আটকে রেখে চারদিন ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গতকাল বুধবার জগন্নাথপুর থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, মেয়ের মায়ের অভিযোগের প্রেক্ষিতে পাটলী এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে আটক যুবককে সুনামগঞ্জ জেল হাজতে ও তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।