জগন্নাথপুরে যুবকের হামলায় শিক্ষক আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২২, ৬:২৪:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক শিক্ষকের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় হামলায় আহত শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ ও শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার ও উপজেলার সৈয়দপুর সামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাম্প্রতিককালে শিক্ষক বারিন্দ্র সরকারের ছোট ভাই শিক্ষক মুকুল সরকারকে অপদস্থ করেন। এ বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় ভবেরবাজার থেকে রিকশাযোগে শিক্ষক বারিন্দ্র সরকার কর্মস্থল সৈয়দপুরে যাচ্ছিলেন। এ সময় তাঁর রিকশা আটকিয়ে মুকুল সরকারের উপস্থিতিতে ভাড়াটিয়া অজ্ঞাতনামা এক যুবক বারিন্দ্র সরকারকে মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
সৈয়দপুর সামছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকার জানান, শিক্ষক মুকুল সরকার তার ভাড়াটিয়া যুবক দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেছেন। এব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে অভিযুক্ত ইসহাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি হামলার বিষয়ে কিছু জানি না।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপঙ্কর সরকার বলেন, শিক্ষকের লিখিত অভিযোগ পেয়ে আমরা বিষয়টি তদন্ত করছি। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, দুই শিক্ষকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরে শিক্ষকরা বিষয়টি সমাধান করে দিয়েছেন।