সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
জনবল বৃদ্ধিসহ বিএসটিআই’র আধুনিকায়ন ও কর্মকান্ডে আরও গতিশীলতা আনতে হবে : ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ৪:৫১:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, পণ্য ও সেবার মান নির্ধারণ ও পরিমাপের সঠিকতা নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসটিআই’র উপর অর্পিত। জনবল বৃদ্ধিসহ বিএসটিআই’র আধুনিকায়ন ও কর্মকান্ডে আরও গতিশীলতা আনতে হবে। অধিকতর প্রচারণার মাধ্যমে সকল উদ্যোক্তাদের মধ্যে বিএসটিআই’র কার্যক্রম সম্পর্কে অবহিত করার উদ্যোগ জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে টেকসই ও উন্নত সোনার বাংলাদেশ সুসংহত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘ডিজিটাল যুগে পরিমাপ’ বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ক্যাব সভাপতি মো: জামিল চৌধুরী আলী আহম্মেদ,দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি ফালাহউদ্দিন ।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা,শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে পণ্য সেবার মান এবং পরিমাপের সঠিকতা রক্ষার্থে বিএসটিআই’র ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন-বিএসটিআই এর উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মৃণাল কান্তি বিশ্বাস। তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিপাদ্য বিষয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানের সভাপতি সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে টিকে থাকার জন্য পণ্যসেবার মান এবং পরিমাপ সম্পর্কিত সেবা আর্ন্তজাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।