এনআইএমসি’র সেমিনারে ড. জহির বিন আলম
জলাবদ্ধতা ও বন্যা থেকে রক্ষা পেতে নগরীর ছড়া-নালা বাঁচিয়ে রাখতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জলাবদ্ধতা ও বন্যার হাত থেকে বাঁচতে নগরীর ছড়া-নালা রক্ষার তাগিদ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম।
নগরীর জিন্দাবাজারে গতকাল বুধবার রাতে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট(এনআইএমসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহণে দুর্যোগ সাংবাদিকতার ভূমিকা শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এনআইএমসি’র উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন-শাবিপ্রবি’র ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ঢাবির পিএইচডি গবেষক এহসানুল হক জসীম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন -সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাপার’র যুগ্ম সম্পাদক আব্দুল হাই আল হাদী, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান পলিন, নিমকোর গবেষণা কর্মকর্তা ফাহিম সিদ্দিকী, সহযোগী গবেষক আলী আহমদ, গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম প্রমুখ।
ড. জহির বিন আলম তার বক্তব্যে আরো বলেন, ছড়াগুলোকে নগরবাসীকে আরো সচেতন হতে হবে। ছড়া-নালায় কোন ময়লা ফেলা যাবে না। ময়লা কারণে ছড়াগুলো পানি প্রবাহের সক্ষমতা হারিয়ে ফেলছে বলে জানান তিনি। ছড়া-নালা থেকে সমস্ত ময়লা-আবর্জনা অপসারণের ওপরও জোর দেন তিনি।
অধ্যাপক আশরাফুর রহমান অপরিকল্পিত কর্মকান্ডের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এনআইএমসি’র উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা বিবেচনায় এ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্যার আগাম প্রস্তুতি গ্রহণে এ গবেষণা সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি।