জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের শতভাগ সাফল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৮:১১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জিপিএ-৫ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি ও অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন এ সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও পরিচালকবৃন্দকে অভিনন্দন জানান। প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারা প্রতিষ্ঠিত এ স্কুলটি সিলেট শহরের অদূরে জৈন্তাপুরের শ্রীপুরে মেঘালয় পাহাড়ের পাদদেশে ১৫০ একর পাহাড়ি ভূমিতে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা ক্যাডেট কলেজের আদলে পরিচালিত হয়।