জামালগঞ্জে বেড়িবাঁধের ক্লোজার কেটে দেওয়ায় কৃষকের মাথায় হাত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ৩:৫২:৪৬ অপরাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বেড়িবাঁধের ক্লোজারটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন গজারিয়া, কামধরপুর ও আলীপুরের কৃষকরা। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, গজারিয়া বেরিবাঁধের ক্লোজারটি মাছ খেকোরা রাতের গভীরে কেটে দিয়েছে। এতে কৃষকদের অন্ততঃ ৫ থেকে ৬ শতাধিক বিঘার আমন ধান রোপণ করার স্বপ্ন ভেঙ্গে গেছে। বেড়িবাঁধটি কেটে দেওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গচ্ছা গেছে সরকারের ১৫ লক্ষ টাকা। ফেনারবাঁক ইউনিয়ন সচিব অজিত রায় বলেন, গজারিয়া বেড়িবাঁধের ক্লোজারটি কতিপয় দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে দেওয়ায় এলাকার কৃষকদের বীজতলা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হবে। স্থানীয় ইউনিয়ন সদস্য আসাদ আলী বলেন, মাছ খেকোরা গভীর রাতে গজারিয়া বেড়িবাঁধের গুরুত্বপূর্ণ ক্লোজারটি কেটে দেওয়ায় কৃষকদের চোখের সামনে বীজ তলা ডুবে যাচ্ছে, অসহায়ের মত দেখা ছাড়া কিছুই করার নেই।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ বলেন, গজারিয়া বেড়িবাঁধটি ২০১৮ সালে মাছখেকো চক্র ভেঙ্গে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করেছিল। হাওর বাঁচাও আন্দোলনের প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় সে ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু ওই চক্রটির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আবারও বাঁধ কাটার পুনরাবৃত্তি ঘটল। আমরা চাই এই চক্রের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মাশরেফুল আলম বলেন, গজারিয়া বেড়িবাঁধটি কেটে দেওয়ায় ২ হেক্টর আমন বীজতলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হেক্টর বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সঠিক সময়ে আমন চাষ করতে না পারলে এ অঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, গজারিয়া বেড়িবাঁধের ক্লোজারটি যারা কেটে দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।