নগরীতে পুলিশের পৃথক অভিযান
জুয়াড়ি ও মাদক কারবারীসহ আটক ৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৩:২১:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারীসহ ৯ জন আটক হয়েছে। গত বুধবার কতোয়ালী ও দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জুয়াড়ি ও ২ মাদক কারবারী রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১০ টার নগরীর দক্ষিণ বাগবাড়ীস্থ শাহনুর মিয়ার রিকশার গ্যারেজ থেকে খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ। আটককৃতরা হচ্ছে-ময়মনসিংহের তারাকান্দার রিয়াজ উদ্দিনের পুত্র আইনুল হক (৩৪), দক্ষিণ বাগবাড়ীর আব্দুল লতিফের পুত্র মিজানুর রহমান (৩৬), গাইবান্ধার গাবুল আলীর পুত্র আব্দুল মাজেদ (৩৭), ১৮৬ একতা দক্ষিণ বাগবাড়ীর মৃত সিরাজ মিয়ার পুত্র গোলাপ মিয়া (৪৬), নীলফামারীর মৃত মাঈনুদ্দিনের পুত্র আব্দুল মালেক (৩২), দিরাইর সিংহনাথ গ্রামের মৃত সুদর্শন দাসের পুত্র চয়ন দাস (৩৩) এবং ময়মনসিংহের তারাকান্দার মানিক মিয়ার পুত্র মিজানুর রহমান (৩৬), মো. মো. আব্দুল মাজেদ (৩৭), মো. গোলাপ মিয়া (৪৬), মো. আব্দুল মালেক (৩২), চয়ন দাস (৩৩) ও মো. লাল চান মিয়া (৩৬)।
এদিকে, বুধবার মধ্যরাতে দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভার্থখলা স্টেশন রোড এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে-বরইকান্দির মৃত সুফিয়ান মিয়ার পুত্র ফয়সল আহমদ (৩৭) ও ভার্থখলা স্বর্ণালী ২০ ব্লক-সি’র মনির উদ্দিনের পুত্র তৌকির আহমদ (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।