বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী
জ্ঞানের আলো ছড়াচ্ছে লিডিং ইউনিভার্সিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৪:০০:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ২১তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, সিলেট তথা সারাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। দক্ষিণ সুরমা এলাকার রাগীবনগরে এ বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক অন্যান্য সুবিধাদির কারণে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের এ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মানব সম্পদ তৈরী করাই আমার মূল লক্ষ্য। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতি আমি সবচাইতে বেশী জোর দিয়েছি।
লিডিং ইউনিভার্সিটির ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিভার্সিটির দানবীর ড. রাগীব আলী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলী আরো বলেন, লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সকাল ১১টায় দানবীর রাগীব আলী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন দানবীর ড.রাগীব আলী। এ সময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক আব্দুল হাই, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোস্তাক আহমাদ দীন, প্রক্টর মো.রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক আব্দুল হাই বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। ভাষা শহীদের প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করা হয়েছে ৫২টি ভাষায় ‘মা’ শব্দ খচিত শহীদ মিনার। লিডিং ইউনিভার্সিটি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সিলেটসহ সারা দেশে এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে-যা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে।
লিডিং ইউনিভার্সিটির বর্তমান অবস্থানে আসার পেছনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আপ্রাণ চেষ্টা এবং সর্বোচ্চ সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক। তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির এই পর্যায়ে আসার পেছনে রয়েছে দানবীর ড. রাগীব আলীর কর্মপরিকল্পনা এবং শিক্ষক এবং কর্মকর্তাদেরকে দেয়া তাঁর সঠিক দিক নির্দেশনা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করেন আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম।