জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ৪:৩৭:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি উদ্যোগ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও জেলা সম্পাদক মণ্ডলী সদস্য কমরেড দীনবন্ধু পালের পরিচালনায় বক্তব্য রাখেন পার্টির নেতা মুহিতোষ চৌধুরী প্রসাদ, পার্টির জেলা সদস্য ও জেলা যুব মৈত্রী সভাপতি আব্দুল্লাহ খোকন, পার্টির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, জেলা যুব মৈত্রীর সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সহ সাধারণ সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, ডাঃ জাহাঙ্গীর আলম দুলাল, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা ছাত্র মৈত্রী সদস্য ফতহুম কবির বিজয়, বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। নারী মুক্তি সংসদ নেত্রী আকলিমা আক্তার, লাকি আহমেদ প্রমুখ।
বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন, ‘আমরা ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যুক্ত হয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার, বেকারত্ব দূরীকরণ, নিত্য দ্রব্যের দাম সহনীয়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সহ ২৩ দফার দাবির ভিত্তিতে কিন্তু আজ আমরা যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া কিছুই পাইনি। সরকার রাতের আঁধারে জালানি তেলের দাম ইচ্ছেমতো বৃদ্ধি করেছে। এতে স্পষ্ট প্রমাণিত যে তাদের কাছে সাধারণ জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে একলাফে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত সপ্তাহে একশো ডলারের নীচে নেমে এসেছে। এসময় তেলের মূল্যবৃদ্ধি অসম্পূর্ণ অযৌক্তিক।’ তিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান।