টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন করতে পারছেন না জুলেখা বেগম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ২:০৫:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টর :
জুলেখা বেগম। একজন গৃহিণী। স্বামীহারা এ গৃহিণীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন নিরুপায় হয়ে সমাজের হৃদয়বান মানুষের দ্বারস্থ হয়েছেন তিনি। জানিয়েছেন বাঁচার আকুতি।
চিকিৎসকরা বলছেন, তার কিডনি প্রতিস্থাপন সম্ভব। জুলেখার চারটি সন্তান রয়েছে। আম্বরখানা এলাকার একটি ভাড়াটে বাসায় থাকা জুলেখা বেগম ২ বছর ধরে কিডনি রোগে ভুগছেন। তারপর থেকে শয্যাশায়ী। দুই বছর আগে স্বামী মারা যাবার পর সংসার অনেকটা নিরুপায় হয়ে পড়ে। বর্তমানে তিনি দুই ছেলে, দুই মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কোনো দিশা না পেয়ে সমাজের সকলস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জুলেখা বেগম। তবে চিকিৎসকরা বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব কিডনি প্রতিস্থাপন করা দরকার। এজন্য পাঁচ লক্ষ টাকা দরকার। কিন্তু তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা কঠিন। দুইবছর আগে কিডনির সমস্যা শনাক্ত হবার পর ইতোমধ্যে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এই টাকা জোগাতেও বাড়ির জমিজমা বিক্রি করতে হয়েছে। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. আলমগীর চৌধুরীর তত্ত্বাবধানে তিনি রয়েছেন। এখন হৃদয়বান মানুষ ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথ খোলা নেই। তাই সবার দোয়া এবং ভালোবাসাই চার সন্তান মাকে ফিরে পেতে পারে।
উল্লেখ্য, তিনি দৈনিক সিলেটের ডাক-এর কম্পিউটার অপারেটর মো: ইকবাল হোসেন সরকারের আপন বড় বোন।
জুলেখা বেগমকে বাচাঁতে এই নাম্বারে (০১৬৭৪-৫৭৪০৮৪) বিকাশ করা যাবে। কেউ চাইলে সোনালী ব্যাংক, জিন্দাবাজার কর্পোরেট শাখার হিসেবেও (নাম্বার ৫৬২৭৫-৩৪১২৫৮২১) সাহায্য পাঠাতে পারেন। এছাড়া রকেট ০১৬৭৪-৫৭৪০৮৪-৩ নম্বরেও সহযোগিতা করা যাবে।