টিকার বুস্টার ডোজ শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৪:০৯:৪৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
বয়স্ক এবং ফ্রন্টলাইনারদের মাধ্যমে রোববার করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোববার সকালে ঢাকার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান’স অ্যান্ড সার্জনস’ (বিসিপিএস) প্রতিষ্ঠানে বুস্টার টিকার কার্যক্রম শুরু হবে। প্রথমে বয়স্ক এবং ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়ানো হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ অনেকে।