ট্রাফিক পুলিশের অভিযানে ৩১টি যানবাহন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৯:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ট্রাফিক পক্ষ উপলক্ষে গতকাল সোমবার এসএমপি’র ট্রাফিক বিভাগের অভিযানে ৩টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সাসহ ৩১টি যানবাহন আটক করা হয়েছে। সেই সাথে প্রসিকিউশন দাখিল হয়েছে ৪৯টি। অন্যান্য দিনের ন্যায় গতকালও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত দায়িত্বের পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে এসব যানবাহন আটক ও প্রসিকিউশন দাখিল করা হয়। এছাড়া, নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়।