ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ অংশ নেবেন প্রায় ৩ লাখ শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ৪:৫৪:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।
নাম পরিবর্তন করে এবারের শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার নামে পুনর্গঠিত ৪টি ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহŸায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট এই চার ইউনিটে আবেদন করেছে।
তিনি আরো বলেন, চারুকলাতে ৭ হাজার ৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। যার পরীক্ষা আজ শনিবার সকালে শুরু হবে। এ ছাড়া কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লক্ষ ২২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী, বিজ্ঞান ইউনিটে ১ লক্ষ ২৭ হাজার ৭৯ জন শিক্ষার্থী, ব্যবসা শিক্ষা ইউনিটে ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।
তৃতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে। তবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।