তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে আ’লীগকে বাধ্য করা হবে ——-খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪১:৩০ অপরাহ্ন

ডাক ডেস্ক : বিএনপি চেয়ারপারসন’র অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হবে। বিগত ১৪ বছরে এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ বিনা ভোটে ও রাতে ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় থেকে নিজেদের চিরস্থায়ী ক্ষমতার অধিকারী ভাবছে। তিনি ১৪নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। মঙ্গলবার রাতে নগরীর লালদিঘীরপারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহাঙ্গীর খান এর সভাপতিত্বে ও আবুল হাসিম জাকারিয়া ও ইকবাল আহমদ মাসুম’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, সিলেট নগরী ২৭টি ওয়ার্ড থেকে ৪২টি ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে, সেই আলোকে মহানগর বিএনপিকে সাজাতে হবে। আন্দোলন, সংগ্রামে রাজপথে নেতাকর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে এবং সংগঠন শক্তিশালী করলে আন্দোলন সফল হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক জিয়াউল আরেফিন জিল্লুর, নজীবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, বিএনপি নেতা জিয়াউর রহমান দীপন।
কাউন্সিলে সভাপতি পদে বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক পদে কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান সানি নির্বাচিত হন।