তামাবিল সীমান্ত দিয়ে এক বাংলাদেশীকে হস্তান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:৩৩:০২ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: তামাবিল সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশী এক নাগরিককে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মো. আলী হোসেন (৩০) শেরপুর জেলার নালিতা বাড়ি থানার বাটকুচি টিলাপাড়া গ্রামের মো: ফরহাদ হোসেনের পুত্র। জানা যায়, প্রায় দুই বছর পূর্বে নালিতা বাড়ি থানার একটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে ভারতীয় বিএসএফ। তিনি দীর্ঘ ২১ মাস মেঘালয়ের তুরা ডিষ্ট্রিক জেলে থাকার পর ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর’র প্রচেষ্টায় তার আত্মীয়-স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাউকি বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ কুমার মিসরা, ডাউকি ইমিগ্রেশন চেকপোস্ট’র অফিসার ইনচার্জ রিচেনট্রন খাড়াকর, তামাবিল ইমিগ্রেশন চেক পোস্ট’র অফিসার ইনচার্জ মো: রনু মিয়া, এএসআই মো: রমজান আলী, তামাবিল বিজিবি ক্যাম্পের নায়েক আক্তার হোসেন।