তাহিরপুরে গাছের সাথে বেঁধে সাংবাদিককে নির্যাতন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৪:৩১:২৪ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে গাছের সাথে বেঁধে এক সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হওয়ার খবর পাওয়া যায় নি।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী নদী যাদুকাটার তীর কেটে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন। সাংবাদিক কামাল হোসেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামালকে বেঁধে নির্মম নির্যাতনের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো একটি চক্র। খবর পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে গেলে ঘাগটিয়া গ্রামের রইস মিয়া, দ্বীন ইসলাম ও মাহমুদুলের নেতৃত্বে বালু খেকো চক্রটি তার উপর অতর্কিত হামলা করে মারাত্মক আহত করে। পরে কামালকে নদীর পাড় থেকে টেনে-হিঁচড়ে ঘাগটিয়া বাজারে এনে গাছের সঙ্গে রশ্মি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করতে থাকে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে, কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত সাংবাদিক কামাল হোসেন ঘটনার পরপরই জানান, নদীতে তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে বালু খেকো ঘাগটিয়া গ্রামের রইস মিয়া, দ্বিন ইসলাম, মাহমুদুল চক্ররা তার উপর হামলা করে তাকে মারাত্মক আহত করে এবং তার মোবাইল,ক্যামেরা ও মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয়।বাদাঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই মাহমুদুল হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) সাংবাদিক কামালের খোয়া যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি। দোষীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, কামাল হোসেনের মধ্যযুগীয় কায়দায় এমন অমানুষিক নির্যাতনে তাহিরপুর উপজেলাসহ সিলেট-সুনামগঞ্জজুড়ে বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এ ঘটনায় সাংবাদিকরা সামাজি যোগাযোগ মাধ্যমে নিন্দা জ্ঞাপন ও চরম ক্ষোভ প্রকাশ করছেন। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা।