বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত
তিনি সংগ্রামমুখর জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ৩:৫৬:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো সিলেট বিভাগজুড়েও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জাতির পিতার পাশে থেকে দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর কর্মের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করে গেছেন একটি সংগ্রামমুখর জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত।
মহানগর আওয়ামী লীগ : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতার সকল দুর্যোগে সাহসী ভূমিকা পালন করতেন মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা। ছোটবেলা থেকেই বঙ্গমাতার এই অভ্যাস গড়ে উঠেছিলো। বঙ্গবন্ধু যখন কলকাতা যেতেন তখন তিনি টাকা-পয়সা জমিয়ে তাঁর হাতে তুলে দিতেন। এভাবেই বঙ্গবন্ধুর সকল কাজে তিনি পাশে থাকতেন।
গতকাল সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। পরে দোয়া করেন মাওলানা জসিম উদ্দিন। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, রাহাত তরফদার, সাব্বির খান, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জুনেদ আহমদ শওকত, হায়দার মোঃ ফারুক, আক্তার হোসেন, দেলোওয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, নজরুল ইসলাম নজু, শেখ সুরুজ আলম, মানিক মিয়া, মাহবুব খান মাসুম, মঈনুল ইসলাম মঈন, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদ, মোঃ ছয়েফ খাঁন, সাজোয়ান আহমদ প্রমুখ ।
সিলেট জেলা আওয়ামীলীগ : সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাদ আছর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়াামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান ছায়াদ, ফয়সল আম্বিয়া টিটু, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোঃ মঈন উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খানম, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার রিমা দাস।
জাতীয় মহিলা সংস্থা : জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সংস্থার কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. জেড. রওশন জেবীন (রুবা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রোকসানা পারভিন, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধুরী গুন, জহুরা বেগম। বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের জেলা কর্মকর্তা গোলাম মস্তফা, মাঠ সমন্বয়কারী মো: আব্দুল লতিফ, সুফিয়া বেগম, এনাম আহমদ সহ জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন জামিল আহমদ।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম : দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউ.কে. সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বাদ যোহর নগরীর পুরানলেনস্থ অস্থায়ী কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুল ইসলাম লস্করের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা পর্বে সংগঠনের সহ-সভাপতি এসএম জহুরুল ইসলাম, মোঃ হোসাইন কবির, সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক এম শাহারুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল মুক্তাদির, অর্থ সম্পাদক কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ হান্নান শিপন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মঞ্জুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সদস্য বেলাল উদ্দিন, মোঃ মোশাররফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ উপজেলা : জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, এ উপলক্ষে উপজেলা হলরুমে গতকাল সোমবার সকালে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফেন্দি রাজু, ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, শ্রীকান্ত তালুকদার, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়েশা বেগম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার প্রমুখ। সভা শেষে দুঃস্থ, অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে ১০ জনকে সেলাই মেশিন ও ১২ জনকে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, এ উপলক্ষে আলোচনা সভা এবং অসহায় ও স্বামী পরিত্যাক্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় জন্মবার্ষিকী ও আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তাজ্জত আলী খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আপ্তাব উদ্দিন, বিআরডিএস’র পরিচালক জান্নাত মরিয়ম, সুবিধাভোগীদের মধ্যে কাবেরী চক্রবর্তী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের সিআরএফ সৈয়দউল হাসান ও ফাইজুল ইসলাম।
ধর্মপাশা উপজেলা : ধর্মপাশা (সুনামগঞ্জে) থেকে নিজস্ব সংবাদদাদা জানান, এ উপলক্ষে ধর্মপাশায় আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক গনমিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ১০জন অসহায় পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ১২ জন অসহায় মহিলাকে জনপ্রতি ২ হাজার করে ২৪ হাজার টাকা দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সঞ্চালনায় ও
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাংবাদিক এনামুল হক এনি প্রমুখ।
লাখাই উপজেলা : লাখাই (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, লাখাই উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকতা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোঃ মস্তফা জামান, কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাকিল আহম্মদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, পবিস ডিজিএম ইসমত কামাল প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দুস্থ ও অসহায় ১০ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
নবীগঞ্জ উপজেলা : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, এ উপলক্ষে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গণভবণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, পজিপ কর্মকর্তা সাকিল আহমেদ সেন্টু, দিনাজপুর কলেজের অধ্যক্ষ অনুজ রায় প্রমুখ। নবীগঞ্জ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ১০জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও উপকার ভোগিদের মাঝে প্রশিক্ষণের চেক প্রদান করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা : আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে তাঁর জীবন কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব।
উপজেলা একাডেমি সুপারভাইজার হায়দার আলী মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বনি আমিন খান, থানা পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, এবিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, সভাপতি উপজেলা প্রেসক্লাব শেখ আমির হামজা প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ ইয়াছিন আরাফাত ও পবিত্র গীতাপাঠ করেন ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার।