তেমুখী-বাদাঘাট সড়কে যাত্রীবাহি পিকআপ ডোবায় ॥ নির্মাণ শ্রমিক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২২, ৫:২৪:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেট শহরতলীর তেমুখী-বাদাঘাট পাকা সড়কে শ্রমিক বহনকারি পিকআপ দুর্ঘটনায় ১ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৩/৪জন শ্রমিক আহত হন। নিহত নির্মাণ শ্রমিকের নাম রুবেল মিয়া (২২)। তিনি সিলেটের বিমানবন্দর থানার কামারটিলা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তেমুখী-বাদাঘাট পাকা সড়কের রন্ধন কাব্য রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আম্বরখানা হতে একটি পিকআপে করে (রেজিঃ নং-সিলেট-মেট্রো-১১-০৫৫৮) ২০/২৫ জন নির্মাণ শ্রমিক বাদাঘাট যাচ্ছিলেন। রন্ধন কাব্য রেস্টুরেন্টের সামনে আসার পর গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে যাত্রীসহ গাড়ীটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করেন। গুরুতর আহত রুবেল মিয়াকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।