দক্ষিণ সুরমায় গলিত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:০৯:৩৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে একটি পরিত্যক্ত ঘরে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়। গলিত লাশ দেখে ধারণা করা হচ্ছে- কয়েকদিন পূর্বে কে বা কারা হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে।
স্থানীয় লোকজন লাশটি দেখে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি গলে যাওয়ায় তাৎক্ষণিক পরিচয় পাওয়া না গেলেও কামালবাজারের এক ব্যক্তি লাশের জুতা দেখে তার ভাই দাবি করছেন। তিনি জানান, টমটম চালক তার ভাই এক মাস পূর্বে নিখোঁজ হয়েছিলেন। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ সামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন এখনো লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।