দানবীর ড. রাগীব আলীর শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৮:৩৯:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
এক শোক বার্তায় দানবীর ড. রাগীব আলী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মুক্তি পাগল মানুষকে গানে গানে উজ্জীবিত করে দেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছেন। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছি, যার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তিনি বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।