দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২১, ৪:৫৭:৫১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে দিরাইয়ের ভাটিপাড়ার ইউনিয়নে নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের পাশের খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে নূরনগর ফিরোজ আলী ও ফরল আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফজল আলীর পক্ষের শাহমুলক (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।