দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২১, ৩:১২:৩৫ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শাহ মুল্লুক (৪৫)। তিনি নুরনগর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, নুরনগর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া ও মুনসুর আহমেদ।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত নুরনগর গ্রামের তোফাজ্জুল, শামসুল ইসলাম, সফর আলী, সিরাজুল ইসলাম, লুৎফুর রহমান, ইউসুফ মিয়া, আব্দুল বারিক, আবুবক্কর সিদ্দিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরনগর গ্রাম সংলগ্ন পিয়াইন নদীর উত্তর পাড়ে জমি নিয়ে গ্রামের ফিরোজ মিয়া ও শামসুল ইসলামের লোকজনের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ডজনখানেক মামলাও রয়েছে। গত বৃহস্পতিবার শামসুল ইসলামের পক্ষের বৃদ্ধ সুরুজ আলী ও তার স্ত্রী-পুত্রকে মারধর করে ফিরোজ মিয়ার লোকজন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে শামসুল ইসলামের পক্ষের শাহ মুল্লুক (৪৫) দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানান, পিয়াইন নদী সংলগ্ন খাস জমি ফিরোজ মিয়ার পক্ষ হতদরিদ্রদের কাছ থেকে টাকা নিয়ে দখল দেয়ার চেষ্টা করলে বাধা হয়ে উঠেন শামসুল ইসলাম ও তার লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত শাহ মুল্লুকের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এদিকে, ঘটনাস্থলে অবস্থানরত এসআই আজিজ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা হলেন, নুরনগর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া ও মুনসুর আহমেদ।