দিরাইয়ে শীত উপেক্ষা করে বোরো রোপণে ব্যস্ত কৃষকরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৪:২৯:৩২ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে হাবিবুর রহমান তালুকদার :
প্রচন্ড শীত উপেক্ষা করে দিরাইয়ের কৃষকরা ইরি বোরো ধান রোপণে এখন শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। হাওর অঞ্চলে এবার কৃষি শ্রমিকের সংকট থাকার কারণে বোরো রোপণ অনেকটা বিলম্ব হয়েছে বলে জানান স্থানীয়রা। কৃষি শ্রমিকের মজুরী কম থাকায় কৃষি শ্রমিকরা পেশা বদল করে নির্মাণ শ্রমিক ও রিকশা চালানো পেশা গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে দিরাইয়ে একজন নির্মাণ শ্রমিক অথবা রিকশা চালক দৈনিক প্রায় ৬শত টাকা আয় করতে পারেন। কিন্তু কৃষি কাজে মাত্র ৩ থেকে ৪শত টাকা পাওয়া যায়। এ অবস্থায় জমি রোপনে কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবছর ৩০ হাজার হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড ১৩হাজার ৯৭৫ হেক্টর উচ্চ ফলনশীল ১ হাজার ৯২ হেক্টর এবং স্থানীয় জাত চাষ হচ্ছে ২৫ হেক্টর। দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা অবু মোঃ মনিরুজ্জামান জানান, এপর্যন্ত রোপণ হয়েছে হাইব্রীড ১২ হাজার ৯৭৫ হেক্টর, উফসী ১ হাজার ৬৫৪ হেক্টর ও স্থানীয় জাতের ২৬৬ হেক্টরসহ মোট ২৯হাজার ৭৭৬ হেক্টর। কর্মকর্তা আরও জানান চলতি ইরি বোরো মৌসুমে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।