বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ৪:৩৪:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। পৃথক ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
খন্দকার মুক্তাদির : সিলেট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীরপাড় এলাকায় বন্যার্তদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছিরের সার্বিক পৃষ্টপোষকতায় বন্যা কবলিত এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বিএনপি নেতা শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরান হোসেন হেলাল, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রাণেশ দে, মালেক আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, হুমায়ুন আহমদ, খলিল আহমদ, ওয়াহিদ খান, ৯নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান পাবেল, মাজেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কৃষ্ণ ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নির্ঝর রায়, জাবেদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সহ সভাপতি আব্দুল করিম জোনাক, সহ সভাপতি জুবের আহমেদ জুবের, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহসভাপতি রেজাউল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম রহমান মৌসম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ, মুন্না ঘোষ, আব্দুস সাকিব সায়েম, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, কয়েছ আহমদ, রুবেল আহমদ, সুমন আহমদ প্রমুখ।
১২নম্বর ওয়ার্ড বিএনপি : সিলেট নগরীর শেখঘাট, কুয়ারপাড়, টিকরপাড়া আখড়া, শেখঘাট পিচরমুখসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ১২নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, ১২নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছাব্বির আহমদ বাচ্চু, হাজী জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ তুহেল, সাজ্জাদ আহমদ, মির্জা রামীম আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, খালেদ আকবর চৌধুরী, মারুফ আহমদ টিপু, সাকের আহমদ, কামরান হোসেন হেলাল, শাহীন আলী প্রমুখ।
মালেকা বেগম ফাউন্ডেশন : বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মালেকা বেগম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার শিমুলকান্দি, বালিয়াকান্দি, বরইকান্দি, ইলিশেরপাড়, বাইশটিলা গ্রামসহ প্লাবিত এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ সালাউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমদ, শাহানুর রহমান, শেখ আজাদ, ইমরান আহমদ, হাজী মো. শফিক, সিলেট মিউজিয়াম অব রাজাস এর ম্যানেজার জাহাঙ্গীর আহমেদ, হাওর ভলান্টিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক অসীম সরকার, সমাজকর্মী দোলন তালুকদার, মো. শামীম প্রমুখ।
ডা. অরূপ রতন চৌধুরী : বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুরের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ড. অরূপরতন চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে ডা. অরূপ রতন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে আকিলপুর গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কবি মুহিবুর রহমান কিরণ, সাবেক চেয়ারম্যান মোঃ লালা মিয়া, এডভোকেট কল্যাণ চৌধুরী, নজরুল ইসলাম, সন্তোষ রঞ্জন পাল, বারীন্দ্র দাস সজীব, সুমন বিপ্লব, মিহির মোহন প্রমুখ।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট জেলা শাখা। গত বৃহস্পতিবার সিলেট নগরীর ১৫নম্বর ওয়ার্ডে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট জেলা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিক উল্লাহ প্রমুখ।
রোটারি সিলেট জোন : রোটারি সিলেট জোনের উদ্যোগে নগরীর মেন্দীবাগ এলাকার বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম আতাউর রহমান পীর।
এসিস্ট্যান্ট গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, পিপি এডভোকেট ইসতিয়াক আহমদ, পিপি রোমান খান, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের প্রেসিডেন্ট ইউনুছ আলী, রোটারি ক্লাব সিলেট ডাউন টাউনের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ মাদানী, রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি এস এ শফি।