অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়ত্বের শিকার হবে। -গোল্ড স্মিথ।
দুর্যোগ-ঝুঁকি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২২, ৬:৪৪:৩৬ অপরাহ্ন

বলাই বাহুল্য যে, বাংলাদেশ দুর্যোগ-প্রবণ দেশ। তার সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। সব মিলিয়ে সবচেয়ে বেশী দুর্যোগ-ঝুঁকিতে খাকা দেশগুলোর তালিকায় চলে এসেছে বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝুঁকির মধ্যে থাকা শীর্ষ ১৫টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে কম ঝুঁকির মধ্যে রয়েছে কাতার। একটি জরিপে দাবি করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের ১৫টি দেশ প্রাকৃতিক বিপর্যয়ের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
জলবায়ুর পরিবর্তন একটি পুরনো সমস্যা। এর শিকার সারা পৃথিবীর মানুষ। এর কারণে মানুষের জীবন ধারণে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য, পরিবেশ সবকিছুতেই পড়ছে এর বিরূপ প্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অন্যতম দুঃসংবাদটি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বৃদ্ধি। বিশ্বে জলবায়ু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর এসব দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানিও ঘটছে। এবার আরও শঙ্কার কথা জানাল জাতিসংঘ। সংস্থাটি বলছে, চলতি দশক অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে দুর্যোগের সংখ্যা দাঁড়াতে পারে বছরে ৫৬০টিতে; যা দৈনিক গড়ে দুটির কাছাকাছি। এসব দুর্যোগের মধ্যে রয়েছে ভয়াবহ খরা, বন্যা, বাড়তি তাপমাত্রা। আশঙ্কার বিষয় হলো, সাম্প্রতিক সময়ে বিশ্বে ঘন ঘন এসব দুর্যোগ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনগুলোয় এ ধরনের দুর্যোগ আরও বাড়তে পারে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি প্রশমনবিষয়ক দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ দুই দশকে প্রতি বছর ৩৫০ থেকে ৫০০টি মধ্যম থেকে ভয়াবহ দুর্যোগের শিকার হয়েছে বিশ্ববাসী। এটি আগের তিন দশকের গড় দুর্যোগের তুলনায় পাঁচ গুণের বেশি। বিশেষজ্ঞগণ বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে উপলব্ধিগত সমস্যার কারণে মানুষ পরিবেশের জন্য ক্ষতিকর কাজ করে যাচ্ছে। এসব কাজ বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলছে। বাড়ছে দুর্যোগের সংখ্যাও।
দুর্যোগ -দুর্বিপাক ঠেকানো যাবে না, এটা ঠিক; তবে যথাযথ সতর্কতা অবলম্বন করলে দুর্যোগের ক্ষয় ক্ষতি কমানো সম্ভব। [এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়গুলো দ্রুত অনুধাবন করতে না পারলে দুর্যোগ ও বিপর্যয় এড়ানো কঠিন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়া বিষয়ে আমাদের প্রকৃত সত্য সবার সামনে বলতে হবে। আসল কথা হলো, দুর্যোগের মুখোমুখি হওয়ার আগেই আমাদের তা ঠেকাতে হবে। দুর্যোগের ধ্বংসযজ্ঞের মুখোমুখি হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না।]