সূচনা কর্মসূচির এডভোকেসি সভায় জেলা প্রশাসক
দুর্যোগ মোকাবেলায় ইউপি চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৫:১৫:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, বিগত বন্যার মতো পুষ্টির উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এফসিডিও ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত সূচনা কর্মসূচি, সেভ দ্য চিলড্রেনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে আয়োজিত এডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন এবং দুর্যোগে ইউনিয়ন পরিষদের করণীয় বিষয়ে এ এডভোকেসী সভার আয়োজন করা হয়। সিলেট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিলেট জেলার পুষ্টির উন্নয়নে সূচনা কার্যক্রমের প্রশংসা এবং ইউপি চেয়ারম্যানদের নিয়ে এ সভার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পুষ্টির উন্নয়নে সূচনা কর্মসূচির মাঠ পর্যায়ের কার্যক্রম হাজল পদ্ধতি, শাক-সবজি চাষ,হাঁস-মুরগী পালন, মাছ চাষে উদ্বুদ্ধকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মামুনুর রশীদ বলেন, এলজিএসপি-৩ প্রকল্প ডিসেম্বর’২২-এ শেষ হলেও সরকারের উন্নয়ন সহায়তা তহবিল চলমান থাকবে। এখান থেকে ইউনিয়ন পরিষদগুলো পুষ্টি ও দুর্যোগ খাতে প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।
ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধিদের কার্যকরী অংশগ্রহণের পরামর্শ দেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি মো: ইকবাল সিদ্দিকী, সূচনা কর্মসূচির পরিচালক মো: আরিফ আহমেদএবং উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা।
উল্লেখ্য যে, সূচনা কর্মসূচি ২০১৫ সাল থেকে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে।