দোয়ারাবাজারে ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৩:০১:৩৭ অপরাহ্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদাদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার-নোয়ারাই লাফার্জ সড়কের নৈনগাঁও (নোয়াজের খালের) বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক খাদে পড়েছে। এতে চালক ও তার দুই সহকারি আহত হয়েছেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুরমা নদীর ভাঙন রোধে ব্লক তৈরির জন্য পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৩-৩৯৩৪) সিলেটের কোম্পানিগঞ্জ থেকে দোয়ারাবাজার হয়ে ছাতকের লক্ষ্মীবাউর নদীরপাড় যাচ্ছিল। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে পাথরবোঝাই ট্রাকটি উঠামাত্রই দুর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারীসহ স্থানীয়রা জানান, ব্যক্তি মালিকানাধীন ভূমি মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহণ না করায় মাটি সংকটে একই স্থানে নির্মিতব্য নতুন বেইলি ব্রিজটির চলমান কার্যক্রম আটকে আছে দীর্ঘদিন ধরে। ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন গাড়ির মালিক ও পরিবহন শ্রমিকসহ এলাকাবাসী। তারা দুর্দশা লাঘবে ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।
ছাতক-দোয়ারাবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম সাইফুল ইসলাম জানান, পুরাতন ব্রিজের ধারণ ক্ষমতা ৩ টনের বেশি নিষিদ্ধ থাকলেও রাতের আঁধারে মাত্রাতিরিক্ত পাথরবোঝাই ট্রাক উঠায় ব্রিজটি ভেঙে পড়েছে। তবে ব্রিজটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হচ্ছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকলেও আপাতত সাধারণ পথচারিদের জন্য সাঁকো তৈরিসহ মোটরসাইকেল চলাচলের বিকল্প রাস্তার ব্যবস্থা চলছে।