ধর্মপাশায় নদীতে ধান চাষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৩:০৪:৫৪ অপরাহ্ন

গিয়াস উদ্দিন রানা ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন দক্ষিণ বংশীকুন্ডায় ঘাসি নদীতে এখন ধান চাষ হচ্ছে। নদীটির একাংশ ভরাট হয়ে বোরো ধান চাষাবাদের উপযোগী হওয়ায় দুই শতাধিক একর জায়গায় বোরো ধান চাষাবাদ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এক সময় ওই নদী দিয়ে বড় বড় লঞ্চ-জাহাজ নিয়মিত চলাচল করতো। কিন্তু প্রতিবিছর পাহাড়ি ঢল এসে নদীর গভীর ভরাট হয়ে যাওয়ায় এখন বোরো ধানের জমিতে রূপ নিয়েছে। নদী তীরবর্তী বংশীকুন্ডা গ্রাম-হামিদপুর, জয়পুরসহ কয়েকটি গ্রামের কৃষকরা দখল নিয়ে বোরো ধানের চারা রোপণ করেছেন। ওই নদীতে প্রায় দুই শতাধিক একর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘাসি নদীটি তিন ভাগে বিভক্ত। নদীর প্রথম খন্ড পলিমাটিতে ভরাট হওয়ায় তীরবর্তী কৃষকরা দখল করে বোরো ধান চাষাবাদ করছেন। দ্বিতীয় খন্ড সরকারীভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসন মৎস্য আহরণের জন্য উন্নয়ন স্কিমের আওতায় ইজারা দেওয়া হয়েছে। তৃতীয় খন্ড জনস্বার্থে উন্মুক্ত করা হলেও তীরবর্তী হাট পাঠন গ্রামের মন্দির কমিটির সভাপতি মতি লাল সরকার ওই গ্রামের একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় অবৈধভাবে মন্দিরের নামে লিজ নিয়ে ভোগ দখল করছেন। হাওর বেষ্টিত ওই এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম নদীপথ। যদি বংশীকুন্ডা বাজার হতে হামিদপুর ব্রিজ ভায়া পার্শবর্তী নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলাধীন বিশরপাশা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নদীপথ খনন করলে বাজারের মালামাল পরিবহনসহ এলাকাবাসীর অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছা সহজ হবে।