ধর্মপাশায় হামলায় দুই বাক প্রতিবন্ধী আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ২:৩০:০৭ অপরাহ্ন

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা॥
ধর্মপাশায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের দুই বাক প্রতিব›দ্ধীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাখান্দা ইসলামপুর কান্দা হাটির দিনমজুর ছোয়াব আলীর ছেলে মোতালিব (২২) ও মোশাররফ (১২)। পার্শ্ববর্তী প্রতাবপুর গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে জজ মিয়ার বেদড়ক মারপিটে প্রতিবন্ধী দুই যুবক আহত হয়েছেন বলে পরিবারের অভিযোগ।
পরিবার ও স্থানীয়রা জানান, বাক প্রতিবন্ধী তিন ছেলে ও এক মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর ছোয়াব আলী। গত মঙ্গলবার তাদের বাড়ীর সামনে সরকারী জমিতে প্রতিবন্ধী দুই ভাই গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। পাশের প্রতাবপুর গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে জজ মিয়া, তার ভাই জাকির ও চাচাতো ভাই তাহের এসে ওই জায়গা তাদের মালিকানা দাবি করে গরুকে ঘাস খাওয়াতে নিষেধ করে। এসময় প্রতিবন্ধী মোতালিব ও মোশাররফ তাদের নিষেধ না মেনে গরুকে ঘাস খাওয়ায়। এতে জজ মিয়া, তার ভাই জাকির ও চাচাতো ভাই তাহের ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধী মোতালিব ও মোশারফকে লাঠি দিয়ে বেদড়ক পেটাতে থাকে। হামলায় মোশাররফের বাম হাত ভেঙ্গে যায়, তার গলায় পায়ে ও পিঠে জখমের অসংখ্য দাগ রয়েছে। বড় ভাই মোতালিবের গলায়, ডান-পা ও পিঠ লাঠির আঘাতে থেতলে গেছে।