নগরীতে করোনার টিকা নিলেন আরো ৩০১৪ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২২, ২:৩২:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীতে করোনা প্রতিরোধী টিকা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার আরো ৩ হাজার ১৪ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ৪৫০ জন। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচও) ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে সিনভ্যাক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের পুরুষ ৯৮০ জন এবং মহিলা ৪৮০ জন রয়েছেন। ওই কেন্দ্রে বুস্টার ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৩০ ও মহিলা ৬২০ জন।
এছাড়া, সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বুস্টার ডোজ গ্রহণকারী ৫০ জনের মধ্যে পুরুষ ৩৫ ও মহিলা ১৫ জন। গতকাল ইনক্লুসিভ স্কুলে ৫৪ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়েছে।