নগরীর শাপলাবাগে বিকট শব্দে উড়ে গেছে ড্রেনের ১৩টি স্ল্যাব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৫:৫৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর ২১ ও ২৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত শাপলাবাগ এলাকায় ড্রেনের ১৩টি স্ল্যাব একসঙ্গে বিকট শব্দে উড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর ঘন্টা খানেক গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, খবর পেয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর একটি টিম ঘটনাস্থলে গেলেও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ সেখানে যাননি।
সিসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়রা ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রণালয়ের একটি কাজে মেয়র মহোদয়সহ আমরা কয়েকজন কাউন্সিলর-প্রকৌশলীসহ একটি টিম বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তিনি আরো জানান, জালালাবাদ গ্যাসের টিম ঘটনাস্থলে গেলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় ঘটনার কারণ খতিয়ে দেখতে পারেনি। আজ শনিবার সকালে কাজ করবে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, নিরাপত্তার স্বার্থে উড়ে যাওয়া স্ল্যাবগুলো তারা যথাস্থানে রেখে দিয়েছেন। তারা ধারনা করছেন, ড্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাসের ক্রস পাইপ লিক হয়ে এমন ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি ঘুমিয়ে পড়েছেন।