সিলেটে ৭৬তম জন্মদিন উদযাপন
নতুন বাংলাদেশের নির্মাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২২, ৬:১০:৩১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সিলেটে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র্যালি, আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল, কেক কাটা, শিরণী বিতরণ, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ইত্যাদি। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিনের উৎসবের উদ্বোধন করে সিলেট জেলা আওয়ামীলীগ। পরে বুধবার বেলা ১১টায় নগরীতে আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাদ জোহর হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামীলীগ। সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ আছর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া, প্যাগোডা, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়।
পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পরিপূর্ণ একজন দেশপ্রেমিক রাজনীতিকের নাম শেখ হাসিনা। যিনি বিপন্ন ও দুর্যোগকবলিত বাংলাদেশকে বিস্ময়কর উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পেরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রজ্ঞা, দক্ষতা, সৃজনশীলতা, উদার মুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। একসময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে, শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা আজ পূর্ণতা পেয়েছে। আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নতুন বাংলাদেশের নির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
জেলা আওয়ামীলীগ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়। বুধবার বেলা ১১ টায় শুরু হয় আনন্দ র্যালি। র্যালিটি ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামীলীগ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকীতে বিশাল আনন্দ র্যালি বের করে সিলেট মহানগর আওয়ামী লীগ। বুধবার বিকাল পৌণে ৪টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাদ আছর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় আনন্দ শোভাযাত্রা পূর্ববর্তী ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশ সমাদৃত হচ্ছে। করোনাকালীন সময়ের সংকট মোকাবেলা করেছেন। অসাধারণ নেতৃত্বের জন্য তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি হলেন বিশ্বনেতা। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী। মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত প্রমুখ। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ। আনন্দ শোভাযাত্রা শেষে বাদ আছর বন্দরবাজার কালেক্টর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা ছাত্রলীগ : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে জন্মদিন পালন করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। কেক কাটার পূর্বে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালীতে মিছিল সহকারে অংশ গ্রহণ করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কেকে কেটে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়।
মহানগর ছাত্রলীগ : মঙ্গলবার মধ্যরাতে কেক কেটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করল সিলেট মহানগর ছাত্রলীগ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ সহ ২৭টি ওয়ার্ড ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
মহানগর তাঁতী লীগ : নগরীর বন্দরবাজাস্থ কালেক্টরস মসজিদের সম্মুখে খাবার বিতরণ করেছে সিলেট মহানগর তাঁতী লীগ। বুধবার আসরের পরপরই এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত (বুলবুল) এর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম এ হাসান জেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সদস্য রাহাত তরফদার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহমদ রুমেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সয়েফ খাঁন।
১৬নং ওয়ার্ড যুবলীগ : সিলেট মহানগরের ১৬নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বিকেল ৪টায় নগরীর মানিকপীর টিলার সামনে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল সহ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ : ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় কাউন্সিলরের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আহমদ, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ কবির মোঃ জনী, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়েছ আহমদ, ২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক প্রমুখ।
জেলা শ্রমিক লীগ : সিলেট জেলা শ্রমিক লীগের উদ্যোগে সকালে তালতলাস্থ টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি ও সিলেট জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যান সম্পাদক শাহ আলম ছুরুক, সহ-সম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক ও জেলা স্বর্ণশিল্পি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ, হেলাল, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য বিধুভূষন চক্রবর্তী, সিলেট গ্যাসফিল্ড সিবিএ এর সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি সুদর্শন ভট্টাচার্য, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সিঃ সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাছ আলী প্রমুখ।
জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা যুব কমান্ড : মুক্তিযোদ্ধা যুব কমান্ড, সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর আম্বরখানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খান শাহীন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগর সভাপতি মির্জা আব্দুল হামিদ অভি, সাধারণ সম্পাদক একেএম আবু হুরায়রা সাজু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার নেতা নাজিম আহমদ, আমিনুর রহমান পাপলু প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ : আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সন্ধ্যায় এমপি হাবিবুর রহমানের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেছার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য হাজী মঈনুল ইসলাম, ফুরুক মিয়া, নুরুজ্জামান, আমিরুল ইসলাম ওয়েছ, নজরুল ইসলাম ও আতিকুল হক শিপন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নজির আলী নজই, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সোজা মিয়া, শ্রমিক লীগ নেতা কিবরিয়া আহমদ অপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী প্রমুখ।
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দোয়ারাবাজার উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের আঁধার কাটাতে আলোর দিশারী হিসেবে উজ্জ্বল নক্ষত্রের মত উদিত হয়েছেন শেখ হাসিনা। এই নক্ষত্রের আলোয় সারা দেশ, এমনকি সারা বিশ্ব আলোকিত। বুধবার বিকেলে ছাতক শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। ছাতক পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল- তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী (দোয়ারাবাজার) আব্দুল খালিক, ছাতক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক তাপস চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা রফিকুল ইসলাম কিরণ, জেলা পরিষদ সদস্য প্রার্থী (ছাতক) হাজী সায়েদ মিয়া ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন,আলহাজ্ব সুন্দর আলী, আব্দুল হামিদ, বিল্লাল আহমদ, ইজ্জত আলী, আবু বক্কর, আব্দুল হক, অদুদ আলম, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া,আফজাল আবেদীন আবুল প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ : দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় চন্ডীপুলস্থ নিয়ামাহ টাওয়ারের সামনে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, জেলা কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জায়েদ আলী। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আশিক আলী, মহানগর স্বেচ্ছাসেবকলীগের অর্থ-সম্পাদক ওমর ফারুক ফরহাদ, জেলা যুবলীগ নেতা শাহীন আলী, বদরুল আলম তুহিন, জেলা তাতীলীগেরসহ-সভাপতি শাহিন আহমদ, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।